করোনায় বৃষ্টি

কাজী শামসুন নাহারঃ

দুপুরটা বেরসিক মুখ ছিলো ভার
ঝড় এসে দোলা দেয় এপাড় ওপাড়
রেগে ওঠে বিদ্যুৎ দেয় যে ধমক
বৃষ্টির ভেজা শাড়ি করে চকমক।

শূন্যতা মন জুড়ে পথ ঘাট খালি
মিশ কালো মেঘগুলি দেয় হাততালি
কালো কাক আম ডালে সঙ্গী বিহীন
ভিজে খুব হয় সারা হায় অর্বাচীন।

সন্ধ্যায় থেমে গেলো বৃষ্টিটা ঠিক
সূর্যটা দাঁত মেলে হাসে ফিকফিক
করোনায় গিলে খায় বৃষ্টির মজা
একাকী মানুষজন চুপচাপ সোজা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর