শাকিবের জন্য তৈরি হচ্ছে গান

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘বোঝে না সে বোঝে না’, ‘পারবো না আমি ছাড়তে তোকে’, ‘বোঝাবো কি করে তোকে’, ‘তোমাকে ছুঁয়ে দিলাম’, ‘শুধু তোমারই জন্য’, ‘আমি যে কে তোমার’ ইদ্যাদি শ্রোতানন্দিত গান সৃষ্টি করেছেন তিনি। তার মিউজিকে গান করেছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক ও মোনালি ঠাকুরের মতো তারকারা।

অন্যদিকে বাংলাদেশের অন্যতম সফল গীতিকার রবিউল ইসলাম জীবন। ১৫ বছর ধরে তিনি গান রচনা করে আসছেন। তার লেখায় সৃষ্টি হয়েছে ‘জ্বলে ওঠো বাংলাদেশ’, ‘দেয়ালে দেয়ালে’, ‘মানে না মন’, ‘কেন বারে বারে’, ‘জনম জনম’, ‘কেউ না জানুক’, ‘রাতভর’, ‘আমার মতন কে আছে বলো’, ‘চোখেরই পলকে’, ‘একমুঠো স্বপ্ন’, ‘কেন আজকাল’, ‘মাশরাফি’সহ অসংখ্য জনপ্রিয় গান।
দুই দেশের সংগীতে আলো ছড়ানো এই দু’জন সংগীত সাধক এবার একসঙ্গে গান করেছেন। জীবনের লেখা দুটি গানে সুর-সংগীত করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর সে গান থাকছে নায়ক শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘অন্তরাত্মা’তে। এরমধ্যে একটি গানে কণ্ঠ দেবেন পিন্টু ঘোষ ও ন্যানসি। অন্য গানটির শিল্পী এখনো চূড়ান্ত হয়নি।
তবে ইতোমধ্যে গানগুলোর ডেমো ভার্সন দিয়ে শুটিং হয়ে গেছে বলে জানিয়েছেন জীবন। তবে কারা এই গানে কণ্ঠ দিয়েছেন, সেটা এখনই প্রকাশ করতে চান না তিনি। সেটা চমক হিসেবেই রাখছেন।

জীবন বলেন, ইন্দ্রদীপদা পশ্চিমবঙ্গের ভীষণ গুণী একজন সংগীতকার। তার সঙ্গে কাজ করতে পারা আনন্দের। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে গান দুটি করতে গিয়ে। আমার বিশ্বাস, এই দুটি গান আমার ক্যারিয়ারের অন্যতম সেরা হয়ে থাকবে।

উল্লেখ্য, ‘অন্তরাত্মা’ সিনেমাটি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন। এতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক। সিনেমাটি প্রযোজনা করছেন সোহানী হোসেন। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর