দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন সৈনিকদের কাজ করার আহবান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নতুন সৈনিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার
আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শৃঙ্খলা হচ্ছে
সৈনিকের মূল পরিচিতি। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না সে-ই প্রকৃত সৈনিক।
দেশপ্রেম, সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও
পেশাগত দক্ষতার মাপকাঠি।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুর বিজিবি’র ফুলবাড়ী ব্যাটালিয়ন এর ৯৬তম রিক্রুট ব্যাচের
সমাপনী কুচকাওয়াজ ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিজিবি’র সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের বাস্তবায়িত বিভিন্ন কর্মকাণ্ডের কথা
উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিজিবি’র উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। এ বাহিনীর চারটি
মূলনীতি- মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে তাদের উপর
অর্পিত যেকোন দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে পালন করার আহবান জানান প্রতিমন্ত্রী। নবীন
সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ এর প্রধান
দায়িত্ব হচ্ছে সীমান্ত প্রহরার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা। এই মহান
দায়িত্ব পালনে সৈনিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বিজিবি’র নবীন সৈনিকদের প্রদর্শিত কুচকাওয়াজ উপভোগ করেন।
প্রতিমন্ত্রী ৯৬তম রিক্রুট ব্যাচের ফুলবাড়ী প্রশিক্ষণ কেন্দ্রের সেরা রিক্রুট হিসেবে
প্রথম স্থান অধিকারী মোঃ সেলিম রেজা এবং অন্যান্য বিষয়ে সেরা রিক্রুটদের হাতে ক্রেস্ট তুলে
দেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর