আজ থেকে খুলছে দোকানপাট-শপিংমল

 

হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ বুধবার মধ্যরাত থেকে শিথিল করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ শিথিল করে আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে যানবাহন এবং দোকানপাট-শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। রাজধানীর সড়কে চলছে গণপরিবহন, খুলেছে দোকানপাট।

বিধিনিষেধ শিথিল হওয়ার ঘোষণায় এরই মধ্যে বাস-লঞ্চ-ট্রেন চলাচল শুরু হয়েছে। এ ছাড়া কোরবানির পশুর হাট চালুর প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ (লকডাউন) শিথিল হয়েছে। এর আগে বিধিনিষেধ শিথিল করে গত মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর