বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : প্রাণিসম্পদ মন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রধান্য পেলে কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে’ এ প্রতিপাদ্যকে ধারন করে আজ রবিবার পিরোজপুরে বিশ্ব জনসংখ্য দিবস-২০২১ উপলক্ষে এক ভার্চুয়্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম। তিনি বলেন, সারা বিশ্ব যখন করোনায় বিপর্যস্ত তখন বাংলাদেশ সার্বিক দিক থেকে এগিয়ে যাচ্ছে। এটি সম্ভব হয়েছে আমরা একজন মানবিক ও জনবান্ধব শেখ হাসিনার সরকার পেয়েছি বলেই।

পিরোজপুর জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত ভার্চুয়্যালি যুক্ত হয়ে প্রধান অতিথি তার বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাজ হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক খালেদা বেগম প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর