আমার ১০ কোটি টাকার বাড়ি-গাড়ি নেই: পরীমণি

হাওর বার্তা ডেস্কঃ ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের নামে মামলা করার পর থেকেই আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। আজ বুধবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমালোচনাকারীদের জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘আজ এসব নিয়েও লিখতে হচ্ছে, ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙুল তুলতেও ছাড়লেন না আজ! একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে। যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার।‘

ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছেন জানিয়ে পরীমণি লেখেন, ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে। আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকি। আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা।‘

পরীমণি আরও লেখেন, ‘আমার কোনো ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমন টা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরণ করব ইনশাআল্লাহ। মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতটুকু জয়ী হলেন, ভেবে দেখবেন প্লিজ।’

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর