সাংবাদিক আকাশের পিতার ইন্তেকাল

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল শিক্ষক পল্লী নিবাসী সাংবাদিক আকাশের পিতা, বায়তুল মকছুদ জামে মসজিদের উপদেষ্টা ও বিএডিসি’র সাবেক কর্মকর্তা হাজী মো. গোলাম মোয়াজ্জেম হোসেন (৬৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টায় জেলা শহরের গাইটাল শিক্ষক পল্লী এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাজী মো. গোলাম মোয়াজ্জেম হোসেন গাইটাল শিক্ষক পল্লী নিবাসী মরহুম আব্দুল বারীর দ্বিতীয় পুত্র।

মৃত্যুকালে তিনি তিন পুত্র, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাজা শনিবার (১৯ জুন) বাদ আছর ঐতিহাসিক পাগলা মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে।

নামাজে জানাজা শেষে শিক্ষক পল্লী পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর