দেশে বড়শিতে ৪৮ কেজির বাঘাইড় ধরা পড়ার ঘটনা এটিই প্রথম

হাওর বার্তা ডেস্কঃ জামালপুরের দেওয়ানগঞ্জ যমুনা নদীতে বড়শিতে ধরা পড়েছে ৪৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। শুক্রবার রাজীবপুর উপজেলার নয়ারচর গ্রামের শৌখিন বড়শি মাছ শিকারি সেকান্দার আলী দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী চেতুলিয়া এলাকায় নদীতে মাছ ধরার জন্য বড়শি ফেলেন। তার বড়শিতে বাঘাইড় মাছটি ধরা পড়ে।

মাছটি তোলার সময় নদীর তীরে বিপুলসংখ্যক লোকজন ভিড় জমান। দীর্ঘ সময় পর মাছটি তীরে তোলা হয়। সানন্দবাড়ী বাজারে মাছটি ৪৪ হাজার টাকায় কিনে নেন ভুট্টা ব্যবসায়ী মুনছর মিয়া।

মুনছর মিয়া জানান, ঢাকায় ভুট্টা পাইকারি মহাজনের কাছে মাছটি পাঠানো হবে। সম্প্রতি বাহাদুরাবাদে ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছ জেলের জালে ধরা পড়েছিল। ওই মাছটি প্রতি কেজি ১১০০ টাকা দরে বিক্রি হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর