করোনাকে সঙ্গী করেই ফিরতি লিগ শুরু আজ

হাওর বার্তা ডেস্কঃ লিগের প্রথম পর্ব শেষ হয়েছিল ৭ মার্চ। এপ্রিলের শুরুতেই ফিরতি পর্ব শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে ৫৩ দিন পর আজ প্রিমিয়ার লিগের ফিরতি পর্ব শুরু হচ্ছে। শেষ পর্যন্ত করোনাকে সঙ্গী করেই লিগ শুরু হচ্ছে। প্রথম পর্বে ঢাকা, টঙ্গী, কুমিল্লা, মুন্সিগঞ্জ এবং গোপালগঞ্জে খেলা হয়েছিল। করোনার ভয়াবহতার মধ্যে এখন ঢাকায় খেলা হবে। এর মধ্যে ৮ মে কুমিল্লায় মোহামেডান ও শেখ রাসেল এবং ১১ মে মুন্সিগঞ্জে আরামবাগ ও শেখ জামাল ম্যাচ। বাদবাকি সবকটি খেলা ঢাকায়, বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

আগামী ১১ মে পর্যন্ত ঘোষিত ফিকশ্চারে দেখা গেছে আট দিনে ২৩টি ম্যাচ হবে। একদিনে তিনটি ম্যাচও হবে। এএফসি কাপে আবাহনী ও মালদ্বীপের ঈগলসের খেলার তারিখ ঘোষণা হয়ে গেলে লিগের ফিকশ্চারে পরিবর্তন আসবে। আবাহনীর খেলা ৫, ৬ এবং ৭ মে হতে পারে। জিতলে আরো একটি ম্যাচ হবে সেটির তারিখও জানা যাবে প্রথম ম্যাচের পর। সেই সঙ্গে আট দিনে ম্যাচের সংখ্যাও কমে আসবে।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলো করোনার মধ্যে প্রস্তুতি নিলেও কয়েকটি ক্লাব তাদের খেলোয়াড়দের ছুটি দিয়েছিল। আরামবাগ, ব্রাদার্স পেছাতে চেয়েছিল। এর মধ্যে আরামবাগ অনুশীলন শুরু করলেও ব্রাদার্সের অবস্থা আরো খারাপ। যেন অভিভাবকহীন একটা দল। গতকাল ক্লাব টেন্টে গিয়ে দেখা যায় মাত্র ১০-১২ জন ফুটবলার রয়েছেন ক্যাম্পে। আছেন তিন বিদেশি। কোচ নেই। খেলোয়াড়রা নিজেরাই অনুশীলন করেন। একটা ঐতিহ্যবাহী দল হারিয়ে যাচ্ছে।

আবাহনী নাইজেরিয়ান সানডে চিজোবাকে নিয়েছে দলে। বসুন্ধরা কিংস প্রবাসী ফুটবলার এনেছে। বসুন্ধরা কিংসের নাইজেরিয়ার এলিটা কিংসলেকে দেশি কোটায় নামাতে পারবে যদি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট দেখাতে পারে। এই দুটোর কোনোটাই হয়নি বলে গতকাল তাকে অনুমতিও দেয়নি প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। আগামীকাল বিকাল ৪টায় মোহামেডান-আরামবাগ ম্যাচ। মোহামেডানের ইংলিশ কোচ এখনো আসেননি। সাদা-কালো দলে এবার বসুন্ধরার রবিউল হাসানকে দেখা যাবে। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি অবশেষে দল খুঁজে পেয়েছেন। এবার তিনি ব্রাদার্স ইউনিয়নে খেলবেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর