ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে ফোনালাপ করলেন বাইডেন-মোদি

 হাওর বার্তা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেশটির ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মোদি সরকারকে কোভিড-১৯ টিকার কাঁচামাল সরবরাহের আশ্বাস দেওয়ার পরদিনই  (২৬ এপ্রিল) রাতে এ ফোনালাপ করেন বাইডেন। আলোচনায় আমেরিকার কোভিড পরিস্থিতির বিষয়টি ওঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

বাইডেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মোদি। টুইটারে তিনি লিখেছেন, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুদেশের কোভিড পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের দিকে আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের একাধিক দেশ।

অক্সিজেন নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে অক্সিজেন ভর্তি ৪টি কন্টেনার নিয়ে সোমবার বিকেলে পশ্চিমবঙ্গের পানাগড় বিমান ঘাঁটিতে পৌঁছেছে ভারতের বিমান বাহিনীর একটি বিমান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর