পোষা পাখী

অধ্যক্ষ ড.গোলসান অারা বেগমঃ
পোষা পাখীটিরে রেখেছিলাম পাজরে ভরে
দুধ কলা দিয়ে পোষে তারে গান শেখালাম
সেই পাখীটিরে জামা পেন্ট পড়া শেখালাম
গান শুনাবে বলে তবলা গিটার কিনে দিলাম।
পাখীটারে জায়গা দিলাম বুকের মধ্যভাগে
তারে শুইতে দিলাম সোনার ঝকঝকে পালংকে
ভাবতে পারিনি সে অামায় ছোবল দিতে পারে
মিলাতে পারিনি যোগ বিয়োগের কোন অংকে।
অাদরের কমতি ছিলো না দুধ ভাতে
চোখের মায়া হৃদয়ের বর্ণিল ভালোবাসা
কতো যে ছিলো খাঁটি মধুর শুধায় ভরপুর
কিছু তো চাইনি ছিলো না কোন প্রত্যাশা।
কানের কাছে বুকের পাশে ঘুরঘুর করে
কি ভাবে যে হয়ে গেল বিশ্বাসে অাপন
একবার বুক কাঁপলো না কি করে হলো
বিশ্বাসের ঘরে তালা দিয়ে শত্রু এখন।
বেঈমান মীরজাফর নবাবের পায়ে পায়ে হাঁটতো
মোশতাক দমে দমে লিডার বলতো শেখ মুজিবকে
সে পাখিটি অামার অাছঁল ধরে রাখতো সারাক্ষণ
ফুলের মধু খেয়ে কি করে সে রক্ত ঝরালো বুকে।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর