যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ভারতে

হাওর বার্তা ডেস্কঃ করোনার থাবায় নাজেহাল ভারত। প্রতিদনই করোনা সংক্রমণের দিক দিয়ে নতুন রেকর্ড গড়ছে দেশটি। এবার যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে গেল ভারত। একদিনে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ৩ লাখ পেরিয়েছে দেশটিতে। যা বিশ্বে একদিনের সংক্রমণে সর্বোচ্চ।

ওয়ার্ল্ডওমিটারের বরাত দিয়ে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এখনও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হিসাব প্রকাশ করেনি।

গণমাধ্যমটি বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমণ হয়েছিল সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন। সেটা গত ৮ জানুয়ারি। কিন্তু গত এক সপ্তাহের বেশি সময় ধরে ভারতে ধারাবাহিকভাবে দৈনিক সংক্রমণ বাড়ছে। এরই ধারাবাহিকতাই দুঃখজনক এই মাইলফলক স্পর্শ করলো দেশটি।

ভারতে দৈনিক করোনা সংক্রমণ ১ লাখ থেকে ৩ লাখে পৌঁছাতে মাত্র ১৭ দিন লেগেছে। যেটা আমেরিকার চেয়ে অন্তত চার গুণ বেশি দ্রুত। বিশ্বে একদিনে সংক্রমণ ১ লাখ পার দেশের মধ্যেও রয়েছে কেবল যুক্তরাষ্ট্র ও ভারত। তবে প্রতি ১০ লাখে আক্রান্তের হিসাবে ভারতের চেয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা বেশি খারাপ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর