করোনামুক্ত হলেন বিএনপির যেসব নেতা

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির পাঁচ হাজারের বেশি নেতাকর্মী। আর এই ভাইরাসে মারা গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ অনেক নেতাকর্মী।

বর্তমানে খালেদা জিয়াসহ দলটির শতাধিক করোনা আক্রান্ত নেতাকর্মী সারাদেশে হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির করোনা সেল সূত্রে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়া তার বাসভবনে চিকিৎসা নিচ্ছেন। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে খালেদা জিয়ার উপদেষ্টাপরিষদের সদস্য আমান উল্লাহ আমান স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সপরিবারে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া দলের অর্থবিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফা চৌধুরী মনি করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসায় নিচ্ছেন। বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য করোনা আক্রান্ত নেতাকর্মী সারাদেশে বাসায় ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, বর্তমানে কেন্দ্রীয় কমিটির নেতাসহ সারাদেশের শতাধিক নেতাকর্মী করোনা আক্রান্ত। তাদের কেউ বাসায়, কেউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ডা. জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, গাজী মাজহারুল আনোয়ার, খন্দকার আব্দুল মুক্তাদির, ডা. ফরহাদ হালিম ডোনার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, তথ্য ও গবেষণা বিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক রিয়াজুদ্দিন নসু, সহ-আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সিলেটের মেয়র বিএনপি নেতা আরিফ হক চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কমিশনার খন্দকার খোরশেদ আলম।

বিএনপির করোনা সেলের প্রধান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, করোনায় সারাদেশে বিএনপির পাঁচ হাজারের বেশি নেতাকর্মী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনা শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশে বিএনপির ৪৪৭ নেতাকর্মী মারা গেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর