মুখোমুখি পরিসংখ্যানে বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ

হাওর বার্তা ডেস্কঃ বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এ দুই ম্যাচ। যেখানে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

টেস্ট চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে শূন্য পয়েন্ট বাংলাদেশের। অন্যদিকে ১০ ম্যাচে ১ জয় ও ৩ ড্রতে ১২০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে অবস্থান করছে শ্রীলঙ্কা।

আগেই দুই ফাইনালিস্ট নির্ধারণ হয়ে যাওয়ায়, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের ফল কোনো প্রভাব ফেলবে না টেস্ট চ্যাম্পিয়নশিপে। তবে দুই দলের জন্যই এটি সুযোগ টেস্ট ক্রিকেটে শক্তভাবে নিজেদের অস্তিত্বের জানান দেয়ার, নামের পাশে কিছু পয়েন্ট যোগ করার।

এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়েই থাকবে শ্রীলঙ্কা। কেননা দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে প্রতিটি ক্ষেত্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। জয়, সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ, সর্বোচ্চ উইকেট, সর্বোচ্চ জুটি- সব রেকর্ডই কথা বলছে লঙ্কানদের পক্ষে।

তবে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হিসেবে রয়েছে শ্রীলঙ্কার মাটিতে সবশেষ টেস্ট সিরিজটি। ২০১৭ সালের সেই সিরিজে নিজেদের শততম টেস্ট খেলতে নেমে ৪ উইকেটের জয় পেয়েছিল মুশফিকুর রহীমের দল। লঙ্কানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের জয় এই একটিই।

সেই সফরের পর এবারই প্রথম আবার শ্রীলঙ্কায় গেলো বাংলাদেশ দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের তুলনামূলক দুর্বল দলের কাছে হেরে যাওয়ায় এখন ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। তাই ২০১৭ সালের সিরিজের ফলের পুনরাবৃত্তি করার চেষ্টাই থাকবে মুমিনুল হকের দলের।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর