কিশোরগঞ্জে দুধ-ডিম-মাংসের ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র উদ্বোধন

হাওর বার্তা ডেস্কঃ করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ ১০টি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ এপ্রিল) দুপুরে এ কেন্দ্রগুলোর উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

১০টি বিক্রয় কেন্দ্রের মধ্যে কিশোরগঞ্জ সদরে আটটি, তাড়াইলে একটি ও কটিয়াদী উপজেলায় একটি। আগামী ১০ দিন এ কার্যক্রম চলমান থাকবে। বিক্রয় কেন্দ্রগুলোর মাধ্যমে জনসাধারণ ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস সংগ্রহ করতে পারবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় ওই কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপানায় ভ্রাম্যমাণ এ বিক্রয় কেন্দ্রগুলোর কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস অ্যাসোসিয়েশন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর