হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা মেডিকেলে চান্স পেলেন তমিন

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার প্রত্যন্ত গ্রাম খয়েরপুরের মেধাবী ছাত্র আব্দুল জব্বার তমিন এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় স্থান করে নিয়েছেন।

আব্দুল জব্বার তমিন জাতীয় মেধাতালিকায় ৮৫তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

আব্দুল জব্বার তমিন এর পিতা মো. রহমত আলী কুয়েত প্রবাসী এবং মাতা মোছা. আমিরচাঁন একজন গৃহিণী।

দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় আব্দুল জব্বার তমিন কাদিরপুর এসএম নাথ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও ঢাকার নটরডেম কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেন।

এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ২৮২ নম্বর পেয়ে জাতীয় মেধাতালিকায় ৮৫তম স্থান অধিকার করে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

মেধাবী শিক্ষার্থী আব্দুল জব্বার তমিন পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ সহ ট্যালেন্টপুল বৃত্তি এবং অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ সহ সাধারণ বৃত্তি লাভ করেছিলেন।

আব্দুল জব্বার তমিন এর এমন অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার ও এলাকাবাসী।

আব্দুল জব্বার তমিন ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হিসেবে দেশসেবায় আত্মনিয়োগ করতে চান। এজন্যে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর