পালালো কোথায়

আশরাফুল মোসাদ্দেকঃ

ঘুমিয়ে নিদ্রায় কাটলো সময়

কর্ণকুহরে ভীষণ উৎপাত

ঘুমের ভিতর কতিপয় মশক

কামড়ালো ওরা ভর সারারাত।

হারমোনিয়ামের ডুবন্ত রীড

সাপলুডু মই খেয়েছে উরগ

দৃশ্যের সাথে অদৃশ্যের বাঁধন

সামনে পিছনে চারপাশে ঠগ।

উদিত সূর্যের বিপুল প্রত্যয়

মধ্যদুপুরে তুমুল তোলপাড়

লজ্জায় লাল আজ গোধুলি বেলা

জয়ের ছায়ায় পিছু চলে হার।

শেকল জড়ায় না সময়ের পা

শিশু গেলে যায় বাউল যুবক

লাঠি ভর করে ধুলোট জীবন

ধার্মিক সেজে থাকে জলের বক।

পালালো কোথায় ডিব্বার মার্বেল

ঝড়ে চৌচির সব কদলী গাছ

বগি পাটের ছিপ-বড়শি আছে

টপাটপা নেই কোনো পুঁটিমাছ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর