২০ কেজি ওজনের মিষ্টি আলু

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের সূর্যখালী ঈদগাহ মাঠ থেকে মিললো ২০ কেজি ওজনের মিষ্টি আলু। দানব আকৃতির আলুটি এক নজর দেখতে এলাকাবাসীসহ আশপাশের অনেক লোকজন ভিড় জমিয়েছে।

স্থানীয় সৌখিন কৃষক তাজুল ইসলাম জানান, গেল বছর ঈদগাহ’র মাঠে কয়েকটি মিষ্টি আলুর লতা রোপণ করেন তিনি। যদিও তিনি পেশায় কৃষক নন। শখের বসে শাক খাওয়ার জন্য লতা রোপণ করেছিলেন মাঠের ভীতরের একাংশে। সেখান থেকে সারা বছর শাক খেয়েছেন তিনি।

তাজুল জানান শনিবার (৩ এপ্রিল) সকালে মরে যাওয়া লতাগুলো কেটে মাটি খুড়তে গেলে এরপর দেখা মিলে ২০ কেজি ওজনের একটি মিষ্টি আলু। এছাড়াও ২-৩ কেজি ওজনেরও বেশ কিছু আলু মিলেছে সেখানে। সরকারী সংশ্লিষ্ট দপ্তরে আলুটি গবেষণার জন্য দিতে আগ্রহ প্রকাশ করেণ তাজুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান জানিয়েছেন, বিষয়টি আমরা সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। ২০ কেজি ওজনের আলুটি সংরক্ষণ করে কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর