লকডাউনে কী কী খোলা থাকবে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়া নিয়ন্ত্রণ করার স্বার্থে সরকার দুই তিন দিনের মধ্যে সারাদেশে লকডাউনের ঘোষণা দিতে যাচ্ছে। তবে লাকডাউনে শিল্প কলকারখানা খোলা থাকবে।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে তিনি এসব কথা জানান।

তিনি আরও জানান, লাকডাউন চলা কালে জরুরি সেবা দেয় সেসমস্ত প্রতিষ্ঠান সমূহ খোলো থাকবে। আর শিল্প কলকারখানা খোলা থাকবে। যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিংয়ের মাধ্যমে কাজ করতে পারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর