সায়ন্তিকার বিরুদ্ধে ভোটের দিন টাকা বিলির অভিযোগ বিজেপির

হাওর বার্তা ডেস্কঃ তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে ভোটারদের টাকা বিলির অভিযোগ করেছে বিজেপি।  তার বিরুদ্ধে আচরণভঙ্গের অভিযোগ এনে নির্বাচন কমিশনে যাচ্ছে দলটি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি মন্দিরে গিয়ে পূজা দেন সায়ন্তিকা।  এ সময় মন্দিরের বাইরে থাকা কিছু মানুষের হাতে টাকা দেন তিনি।

বিজেপির অভিযোগ, ভোটের সময় টাকা বিলি করছেন সায়ন্তিকা। তিনি নির্বাচনী আচরণভঙ্গ করেছেন। এ বিষয়ে নির্বাচনী কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে বিজেপি অভিযোগ জানাবে বলেও জানিয়েছে।

অভিযোগ উড়িয়ে দিয়ে সায়ন্তিকা বলেন, মন্দিরে গিয়ে প্রণামী বাক্সে টাকা না দিয়ে সে টাকা যদি দুস্থ মানুষের হাতে দিই, তাতে সমস্যা কোথায়?

এদিকে ভোটগ্রহণের প্রক্রিয়া নিয়ে অভিযোগ করেছেন সায়ন্তিকা।  তার কেন্দ্রে বেশ কিছু বুথে ইভিএম মেশিন কাজ করছে না বলে জানিয়েছেন তিনি।

এক টুইটে সায়ন্তিকা বলেন, বারবার বলা সত্ত্বেও কেউই বিষয়টিতে কোনো হস্তক্ষেপ করছেন না। তাতেও আমরা ভয় পাই না। যারা ভোট না দিতে পেরে চলে গেছেন, তারা আবার ফিরে আসবেন। দিদির জন্য ফিরে আসবেন মা মাটি ও মানুষের জন্য ফিরে আসবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর