বাস না পেয়ে সড়ক অবরোধ, যানজট

হাওর বার্তা ডেস্কঃ নির্দিষ্ট সময়ে অফিসে যেতে না পেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অফিসগামী মানুষ। 

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৯টার পর থেকে তারা খিলক্ষেত সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) ছাব্বির আহমেদ রাইজিংবিডিকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

বেসরকারি কর্মকর্তা হিরন মিয়া বলেন, ‘উত্তরা থেকে বাস না পেয়ে পায়ে হেঁটে খিলক্ষেত পর্যন্ত আসি। কিন্তু তারপরও বাস না পেয়ে এখন অফিসে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বাসে সিট খালি থাকলেও তারা নিচ্ছে না।’

ওসি ছাব্বির আহমেদ জানান, মানুষের বিক্ষোভের কারণে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে লোকজন সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ‌্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার যাত্রীবাহী বাসে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দিয়েছে। আর এ কারণেই বাসগুলো অর্ধেক যাত্রী বহন করছে।

এতে বাসস্ট্যান্ড এবং রাস্তায় শত শত মানুষ বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। কুড়িল-বনানী ফ্লাইওভার থেকে পুরো উত্তরা এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর