হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত

বিজয় দাস নেত্রকোনাঃ সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়ীঘর ভাংচুর ও হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ মিনারের সামনে সড়কে বাংলাদেশ সনাতন ছাত্র পরিষদ জেলা শাখার উদ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা সনাতন ছাত্র পরিষদের সভাপতি অনুজ খান রাজ, সদস্য তন্ময় চৌধুরী শুভ্র, সাগর সরকার জয়, সৃজন ঘোষ সজীব প্রমুখ।

এসময় বক্তারা সুনামগঞ্জে শাল্লার নোয়াগাও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘর ভাংচুর ও হামলার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ এক সাথে বসবাস করে আসছে। যারা এদেশে সম্প্রীতিকে নষ্ট করতে চায়, তারা দেশের মঙ্গল চায়না। তাই এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর