নেত্রকোণায় পৃথক অগ্নিকান্ডে ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বিজয় দাস নেত্রকোনাঃ নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক দুইটি অগ্নিকান্ডে পুড়েছে  ৭টি দোকান ও ৬টি গোয়ালঘর।এতে  ৯ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার গগডা নতুন বাজারে ও অপরটি রাত দেড়টার দিকে উপজেলার মাসকা ইউপির পিজাহাতি গ্রামে এই আগুন লাগার  ঘটনা হয়।

কেন্দুয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, ভোরে গগডা নতুন বাজারের শহীদ মার্কেটে রিক্সার ব্যাটারী চার্জ দেয়ার দোকান মালিক হৃদয় মিয়ার দোকানে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনে  মনোহারি, মোবাইলের খুচরা যন্ত্রাংশ, কীটনাশক, চা ষ্টলসহ ৭ জন দোকানির প্রায় ৪ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে রাত দেড়টার দিকে উপজেলার মাসকা ইউপির পিজাহাতি গ্রামের দুলাল মিয়ার গোয়াল ঘরে মশা তাড়ানো ধোয়া থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুন লাগার পর মুহুর্তেই ছড়িয়ে গোয়ালঘরটির লাগোয়া আরো  ৫টি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় দুলাল মিয়া আহত হন। তাকে  রাতেই  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে ৭টি গরু দগ্ধ গুরুতর আহত হয়েছে। এখানে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা দুর্যোগ ব্যবস্থানা কর্মকর্তা ( পি আই ও) মেহেদী হাসান মৃধা জানান, দু`টি অগ্নিকান্ডেই  ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে তাদেরকে সহায়তা দেয়া  হবে।

গগডা নতুন বাজারের ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা হলেন, মোস্তাক আহমেদ,হৃদয় মিয়া, আবদুল্লাহ,আবুল কাশেম,লিটন মিয়া,ইছাক মিয়া,কায়েস মিয়া।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর