কিশোরগঞ্জ নিকলীতে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলীতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ২১০ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (২৭) ও মো. হৃদয় (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে নিকলী উপজেলার রোদারপুড্ডা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. আফজাল হোসেন কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত রসমত আলীর ছেলে এবং মো. হৃদয় নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের রোদার পুড্ডা গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন  বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন  জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নিকলী উপজেলার রোদারপুড্ডা এলাকায় অভিযান চালায়।

অভিযানে ২১০ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃদ দুইটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ী মো. আফজাল হোসেন ও মো. হৃদয়কে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর