ইসরাইলকে ১ কোটি ২০ লাখ ডলার দিচ্ছে আমিরাত

হাওর বার্তা ডেস্কঃ ইসরাইলকে সংযুক্ত আরব আমিরাত এক কোটি ২০ লাখ ডলার দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার ব্যক্তিগত তহবিল থেকে এ অর্থ ইসরাইলে বিনিয়োগ করছেন বলে জানান ইসরাইলের প্রধানমন্ত্রী। খবর আনাদোলু।

ইসরাইলি সামরিক বাহিনী পরিচালিত একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এ তথ্য জানান।

করোনাভাইরাস মোকাবিলায় ইসরাইলের অর্থনীতি চাঙ্গা রাখতে এ অর্থ দিচ্ছেন আবুধাবির ক্রাউন প্রিন্স।

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কোনো মন্তব্য করেননি।

জর্ডান তার আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় গত বৃহস্পতিবার নাহিয়ানের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেন নেতানিয়াহু।

বৈঠক বাতিল হলেও ইসরাইলে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে আমিরাত। গত বছর ইহুদিবাদী দেশটির সঙ্গে মধ্যপ্রাচ্যের এ মুসলিম দেশটির সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হচ্ছে দেশ দুটির মধ্যে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর