এনায়েতপুরে মুদি দোকানে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ড,ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জের এনায়েতপুরের থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকার। স্থানীয়রা জানান, প্রথমে আক্কাস স্টোরে আগুন লাগে, মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। এতে আগুনে পুড়ে যায় প্রায় তিনটি মুদিখানার দোকান।
গত শনিবার আনুমানিক রাত সাড়ে ১০ ঘটিকার সময় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাজারের নৈশ প্রহরী প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পান। মূহুর্তে খবর এলাকায় পৌঁছে যায়। আগুন লাগার ৩০ মিমিট পর বেলকুচি ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যপারে ক্ষতিগ্রস্ত দোকান মালিকগণ বলেন, আমরা সব কিছু হারিয়ে এখন নিঃষ। আমাদের আর কিছুই রইল না। জানিনা আমরা এখন কি করে জীবিকা নির্বাহ করবো ?আগুন লাগার বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান বলেন, জরুরী ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। প্রায় আধা ঘন্টার দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি যার ফলে ক্ষয় ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হয়েছে।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর