বাংলাদেশের সাবেক কোচকে চাকরি দিলেন প্রীতি জিনতা

হাওর বার্তা ডেস্কঃ ভারতের মাটিতেই এপ্রিলে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট আসর। টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনে রীতিমত ঘাম ঝরানো শুরু করে দিয়েছেন খেলোয়াড়রা।

এমন পরিস্থিতিতে নিজেদের কোচিং প্যানেলকে আরও শক্তি করল প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস।  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক হেড কোচ অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ড্যামিয়েন রাইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

রাইটের অধীনেই ২০১৮ সালের যুব বিশ্বকাপ খেলেছে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল। এবার তাকে নিজ দলে চাকরি দিলেন প্রীতি জিনতা।

৪৫ বছর বয়সী এই অস্ট্রেলিয় কোচকে নিয়োগের বিষয় পাঞ্জাব কিংস তাদের টুইটার পেইজে লিখেছে, রাইট সঠিকস্থানেই এসেছে।  আইপিএলের আসন্ন মৌসুমে তিনি পাঞ্জাব কিংসের বোলিং কোচ হিসেবে চার্ল ল্যাঙ্গাভেল্টের স্থলাভিষিক্ত হবেন।

পাঞ্জাবের কোচিং প্যানেলে আরও রয়েছেন অনিল কুম্বলে (হেড কোচ), অ্যান্ডি ফ্লাওয়ার (সহকারী কোচ), ওয়াসিম জাফর (ব্যাটিং কোচ) এবং জন্টি রোডস (ফিল্ডিং কোচ)।

আগামী ১২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে মুম্বাইয়ের মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস।

তথ্যসূত্র: পাঞ্জাব কিংস টুইটার, হিন্দুস্তান টাইমস।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর