৩৭১ ইউপি নির্বাচনের তফসিল ঘোষিত, তালিকা অনুমোদন হয়নি এখনো

হাওর বার্তা ডেস্কঃ প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল এই ইউনিয়ন পরিষদগুলোতে ভোট হবে। তবে কোন কোন ইউনিয়ন পরিষদে এই নির্বাচন হবে, তফসিল ঘোষণার আগ পর্যন্ত তো বটেই, তফসিল ঘোষণার সোয়া ৩ ঘণ্টা পরও সেই তালিকা অনুমোদনই হয়নি।

ধবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই তফসিল ঘোষণা করেন। এরপর রাত সোয়া ৮টা পর্যন্তও এই ৩৭১ ইউনিয়ন পরিষদের তালিকা দিতে পারেনি কমিশন।

রাত সোয়া ৮টার দিকে ৩৭১ ইউনিয়ন পরিষদের তালিকা চেয়ে যোগাযোগ করলে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সারাবাংলাকে বলেন, আমার কাছে এই তালিকা নেই। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তালিকা দিয়ে দেওয়া হবে।

পরে যোগাযোগ করলে নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আসাদুল হক  বলেন, তালিকা এখনো অনুমোদন হয়নি। অনুমোদন হয়ে গেলে তারপর তালিকা দিয়ে দেওয়া হবে।

এর আগে, ৩৭১ ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণার সময় জানানো হয়, ইউপি নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ। মনোনয়নপত্র দাখিল শেষে যাচাই-বাছাই হবে ১৯ মার্চ। যাচাইয়ে বৈধ প্রার্থীরা ২৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ১১ এপ্রিল হবে ভোট।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর