তাড়াশে গৃহহীনরা পেলো স্বপ্নের বাড়ি

হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশে মুজিব বর্ষ উপলক্ষে সরকারিভাবে প্রথম ধাপে ঘর পেয়েছেন ভূমিহীন ও গৃহহীন ১৫২ পরিবার। এসব ঘরে তারা বসবাস শুরু করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুই শতাংশ খাস জমিতে দুই কক্ষের সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামে ঘর পেয়েছেন দিন মজুর ইসমাইল হোসেনসহ আরও ছয়জন। সরেজমিনে মঙ্গলবার বিকেলে ঐ গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী কদভানু (৬২), মৃত ফরজ আলীর স্ত্রী ছেবাতন (৮৫), মৃত তফিজ উদ্দিনের স্ত্রী জহুরা খাতুন (৬২), মৃত মতি মিয়ার স্ত্রী জুলেখা খাতুন (৭০), মৃত আব্দুল হামিদের স্ত্রী মালেকা খাতুন (৬০), আব্দুল বারিকের স্ত্রী শাহারা খাতুন (৪৫) ও কফিল উদ্দীর স্ত্রী আছিয়া খাতুন (৬৫) বলেন, ‘দিন মজুরের কাজের টাকায় তাদের জীবিকা চলে। সারাজীবন চেষ্টা করেও এমন একটা বাড়ি করা সম্ভব ছিলোনা। এটা তাদের স্বপ্নের বাড়ি।’

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম দৈনিক ইত্তেফাককে বলেন, ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো মুজিব বর্ষের ঘর পেয়ে যথেষ্ট উপকৃত হয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর