হঠাৎ মৃত ডলফিন

হাওর বার্তা ডেস্কঃ আফ্রিকার দেশ মোজাম্বিকের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি দ্বীপের কাছে মঙ্গলবার আরও ৮৬ টি ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে। কি কারণে এসব ডলফিনের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানায় ইতোমধ্যে একই স্থান থেকে রোববার অনেক ডলফিন উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ মোট ১১১ টি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী উদ্ধার করেছে।

এক বিবৃতিতে বলা হয়, ‘ইনহামবেন প্রদেশের বজারুতো দ্বীপ জাতীয় পার্কের একটি দল বজারুতো দ্বীপের পশ্চিম উপকূল থেকে ৮৬ টি মৃত ডলফিন উদ্ধার করে।’

দ্বীপটি মোজাম্বিক উপকূল ও মাদাগাস্কারের মাঝামাঝি দিয়ে যাওয়া মোজাম্বিক চ্যানেলে অবস্থিত। এসব ডলফিনের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর