মিলেছে চাবি, ছেড়েছে ট্রেন

 

হাওর বার্তা ডেস্কঃ চাবি হারিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর স্টেশন থেকে ঢাকার পথে রওনা দিয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। চাবি হারিয়ে ট্রেন ছাড়তে বিলম্ব হওয়াতে বিপদে পড়েছিলেন ওই ট্রেনে থাকা শত শত যাত্রী।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে সিরাজগঞ্জ ট্রেনের পরিচালক হাজী আফজাল হোসেন।

তিনি জানান, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশনেই থাকে। প্রতিদিন সকাল ৬টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু সোমবার সকালে চালক ইঞ্জিন চালাতে গিয়ে দেখেন ট্রেনের চাবি নেই। হারিয়ে গেছে।

এ কারণে ঈশ্বরদী থেকে আরো একটি ইঞ্জিন আনার পর সকাল ৯টার দিকে ট্রেনটি ছেড়ে যায়। এখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকার কথা ছিল। তবে কীভাবে এটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, নির্দিষ্ট সময় পরে ট্রেন ছাড়ায় অনেক যাত্রী ভোগান্তিতে পরেন। ঢাকায় গিয়ে অনেক যাত্রী অফিস করতে পারবেন না। এ কারণে ক্ষোভও প্রকাশ করেন তারা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর