কানাডায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হাওর বার্তা ডেস্কঃ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি কানাডার স্থানীয় সময় বিকাল ৪টায় এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন অন্টারিও প্রাদেশিক পার্লামেন্ট সদস্য ডলি বেগম, বাংলাদেশ কানাডা পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ন্যাথানাইল স্মিথ এমপি, কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান, একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত আবদুস সালাম।

এর আগে কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান।

তিনি বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধু যেমন আমাদের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক একইভাবে তিনি কারাগারে অন্তরীণ থেকেও সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি আরও বলেন, বহু সংগ্রামের মধ্য দিয়েই একুশের পথ ধরেই আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছি। এ সময় বাংলাদেশ হাইকমিশনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর