অচল হয়ে পড়েছে মিয়ানমারের ব্যাংকিং ব্যবস্থা

হাওর বার্তা ডেস্কঃ ব্যাপক সামরিক সরকার বিরোধী বিক্ষোভের কারণে, চরম বিশৃঙ্খলার মুখে পড়েছে মিয়ানমারের ব্যাংকিং ব্যবস্থা। সামরিক অভুত্থানের কারণে বন্ধ দেশটির প্রধান দুটি শহরের অধিকাংশ ব্যাংক গুলো। 

সামরিক বাহিনী ক্ষমতা নেবার পর থেকে, তাঁদের ক্ষমতাচ্যুত করার আন্দোলনে শরিক হয়েছেন ব্যাংকিং ও চিকিৎসা কর্মীসহ বিভিন্ন পেশার লোকজন। তারা এখনো তাদের দাবিতে অটল, যে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত, তারা কাজে যোগ দেবেন না।

দেশব্যাপী বেশির ভাগ ব্যাঙ্ক বন্ধ রয়েছে বা তাদের কাজকর্ম সীমিত করা হয়েছে। জনগণকে দীর্ঘ সময় ধরে এটিএম লাইনে অপেক্ষা করতে দেখা যায়। ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে পড়ায়, দক্ষিণ এশিয়ার অন্যতম এই দরিদ্র দেশটিতে ব্যবসা-বাণিজ্য, বন্ধ হওয়ার মুখে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর