বিধবাকে বিয়ে করলেই সরকার থেকে পাবে ২ লাখ টাকা

হাওর বার্তা ডেস্কঃ বিধবা নারীকে বিয়ে করলেই পাবেন নগদ দুই লাখ টাকা। ভারতের মধ্যপ্রদেশের সমাজ ক’ল্যাণ দফতরের মস্তিষ্কপ্রসূত এই নতুন উদ্যোগে ৪৫ বছরের নিচে কোনো বিধবা নারীকে বিয়ে করলেই নগদ দুই লাখ টাকা দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে।

ভা’রতে প্রথমবারের মতো এ ধ’রনের কোনো উদ্যো’গ নেওয়া হয়েছে। রাজ্য স’রকারের আশা, বছরে এক হাজার বিধবা না’রীর পুনর্বিবাহ সম্ভব এই উদ্যো’গে।

তবে বি’জ্ঞপ্তি জা’রি হতেই বিধবা বিবাহের এমন ধুম পড়ছে যে স’রকারের কাছে পরিসংখ্যান নিয়ে কোনো ত’থ্যই নেই। তবে হ’ঠাৎ এই উদ্যো’গ কেন? বস্তুত, গত জুলাই মাসে সুপ্রিম কোর্ট কে’ন্দ্রকে বিধবা বিবাহে উৎসাহ দিতে নীতি নির্ধারণের প’রাম’র্শ দেয়। কিন্তু কে’ন্দ্রর বদলে মধ্যপ্রদেশ স’রকার আগে এই উদ্যো’গ নেয়।

এবং তার জন্য আর্থিক প্যাকেজ দেওয়ার কথা ঘো’ষণা করে। যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যো’গে ১৮৫৬ সালেই আ’ইন পাস করে বিধবা বিবাহ বৈ’ধ হয়।কিন্তু স’রকারিভাবে খুব একটা বিধবা বিবাহে উৎসাহ দেওয়ার ঘ’টনা চোখে পড়েনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর