সর্বোচ্চ দাম উঠতে পারে কখনোই আইপিএল না খেলা এই ক্রিকেটারের

হাওর বার্তা ডেস্কঃ ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম।  তার আগেই খেলোয়ার বাছাইয়ের কাজ সেরেছে ফ্রাঞ্চাইজিগুলো।

৬ ফেব্রুয়ারি প্লেয়ার ড্রাফটের তালিকাও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

যেখানে ২ কোটি রুপির সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন আরও ১০ জন।

এদের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠবে কার তা নিয়ে এখনই কৌতূহল শুরু হয়েছে।

কিন্তু শোনা যাচ্ছে, এই ১১ জনকে ছাপিয়ে এবারের আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় হতে পারেন এমনই একজন, যিনি এবারই প্রথম আইপিএল খেলতে আসছেন!

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর, বাঁ হাতি ইংলিশ তারকা ব্যাটসম্যান ডেভিড মালানই হতে যাচ্ছেন এবারের আইপিএলে সবচাইতে দামী ক্রিকেটার। তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে কোহলির আরসিবি, ধোনির চেন্নাই সুপার কিংস, রাহানের রাজস্থান রয়্যালস, স্রেয়াশ আয়ারের দিল্লি ক্যাপিট্যালস।  যদিও তার ভিত্তিমূল্য  দেড় কোটি রুপি।

কিন্তু এতোগুলো ফ্রাঞ্চাইজির আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ায় নিলামে চড়া দাম হাঁকানো হতে পারে তার। অর্থের দিক থেকে নতুন ইতিহাস গড়তে পারেন মালান। বিশাল অঙ্কে বিক্রির সম্ভাবনা রয়েছে তার।

অথচ আইপিএল খেলার কোনো অভিজ্ঞতাই নেই ইংল্যান্ডের এ মিডলঅর্ডার ব্যাটসম্যানের।  তবুও তাকে নিতে ফ্রাঞ্চাইজিগুলো এমন প্রতিযোগিতার কারণ অবশ্যই রয়েছে।

তাহলো – আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান মালান। গত কয়েক বছর ধরেই এ ফরম্যাটে আইসিসির র্যাং কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টিতে ৮৫৫ রানের মালিক মালান। গড় ৫৩.৫। স্ট্রাইক রেট ১৪৯.৪। ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরি।

সদ্য অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিগব্যাশের হোবার্ট হ্যারিকেন্সের হয়েও খেলেছেন মালান।  ১০ ম্যাচে করেছেন ২৬৫ রান। সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৭৫ রানের।

ভারতীয় দলের সাবেক তারকা ও বিশ্লেষক আকাশ চোপড়ার মতো,  এইউন মরগানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স মালানকে দলে নিতে বেশি আগ্রহী।  ইংলিশ ওপেনার টম ব্যান্টনকে ছেড়ে দিয়েছে দলটি। তার জায়গায় মালানকে নেওয়ার কথা ভাবছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: ক্রিকট্রাকার, হিন্দুস্তান টাইমস

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর