তামিম আউট, সাদমান-শান্তের ব্যাটে দৃঢ়তা

হাওর বার্তা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ।  ৪.৩ ওভারেই ওপেনার তামিম ইকবাল আউট হয়ে গেলে চাপে পড়েন টাইগাররা।  তবে তামিমের সঙ্গে ম্যাচ ওপেন করতে নামা সাদমানের ব্যাটে দৃঢ়তা দেখা পাওয়া গেছে।  তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ওয়ানডাউনে নামা শান্ত।  এই দুজনের ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টায় বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের খেলার প্রথম সেশন পার হয়েছে।  সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুমিনুল।  একাদশে চমক রাখা হয়েছে।  একজন মাত্র পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।  উইকেট বিবেচনায় চার স্পিনারকে স্কোয়াডে রাখা হয়েছে।

বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৬১/১।  ২১.৪ ওভারের খেলা চলছিল।  শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছেন তরুণ ওপেনার সাদমান।  তিনি ব্যাট করছেন ৩১ রানে।  ৬৪ বল খরচা করে ৩ চারের মাধ্যমে এ রান করেছেন সাদমান।  আর শান্ত করেছেন ৫২ বলে ২১।

এর আগে ৫ম ওভারে কেমার রোচের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার তামিম ইকবাল।  তার উইলো থেকে আসে ৯ রান।

বাংলাদেশ একাদশে কৌতূহল ছিল ওপেনার নিয়ে।  তামিম ইকবালের সঙ্গী হিসেবে শেষ পর্যন্ত সুযোগ পেলেন সাদমান ইসলাম। তাতে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম ছয়জনের মধ্যে পাঁচজনই  বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোজলি, এনক্রুমা বনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা, কাইল মেয়ার্স, রাকিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর