এক বোয়ালের দাম ২৪ হাজার

হাওর বার্তা ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার বিকেলে ওই উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে কার্গো ঘাট এলাকায় স্থানীয় জেলে জয়নাল সরদারের জালে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মণ্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনা হয়। ওই সময় মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন। সেখানে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা দুই হাজার ৩০০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে দুই হাজার ৪০০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় মাছটি বিক্রি করেন তিনি।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, নদীতে এখন প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ ধরা পড়ার পর জেলেরা দৌলতদিয়া ঘাটে আড়তে বিক্রি করতে আনলে আমরা আড়তের মাধ্যমে কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করে বিক্রি করি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর