নিখোঁজের একমাস পর নিজ খামারের মাটির নিচে মিললো জাতীয় পার্টি নেতার লাশ

হাওর বার্তা ডেস্কঃ নিখোঁজের একমাস পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টি (জাপা) নেতা আনোয়ার হোসেনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার তার নিজের খামার এলাকায় মাটি চাপা অবস্থায় আনোয়ার হোসেনের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আনোয়ার উপজেলার সদর ইউনিয়নের দরবেশ হাট সওদাগর পাড়ার মৃত আহমদ হোসেনের পুত্র। এছাড়া তিনি উপজেলা জাতীয় পার্টির সদস্য এবং জাতীয় যুব সংহতি লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি।

জানা যায়, গেল বছরের ৩০ ডিসেম্বর বিকেলে ব্যবসায়িক কাজে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ায় তার নিজস্ব খামারে যান আনোয়ার। খামার থেকে রাত আটটার দিকে বটতলীস্থ ভাড়া বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন ৩১ ডিসেম্বর সকালে আনোয়ার হোসেনের ছোট ভাই মোহাম্মদ সেলিম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, আনোয়ার নিখোঁজের পর গত ২১ জানুয়ারি অজ্ঞাতনামা অপহরণকারীদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন স্ত্রী নার্গিস আক্তার। মামলার পরে পুলিশ বিভিন্ন সোর্স ও প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ আনোয়ারকে উদ্ধারের চেষ্টা চালায়। সোর্স ও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়ে গ্রেফতার করে আসিফ ও আনচার নামের আনোয়ারের দুজন কর্মচারীকে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী আনোয়ার মাটিচাপা অবস্থায় আছে বলে নিশ্চিত হয় পুলিশ।

উদ্ধার কাজে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর