করোনার মারাত্মক ঝুঁকি নিয়েই ভারতে বিশাল কুম্ভমেলা আয়োজন

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘঘাতি করোনাভাইরাস সংক্রমণের তীব্র ঝুঁকি থাকা সত্বেও প্রতিবছরের মতো এ বছরও ভারতের উত্তরাখন্ডের হরিদ্বারেহ হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু মানুষ গঙ্গা নদীতে নেমে ধর্মীয় রীতি পালন করেছে। অথচ করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণে সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় ভারত দ্বিতীয় ।

দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ মারা গিয়েছে। এ উৎসবের আয়োজক সিদ্ধার্থ চক্রপানি বলেন, করোনা ভাইরাস নিয়ে একটু ভয় আছে, তবে আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। তার ধারনা প্রায় আট থেকে দশ লাখ মানুষ এ আয়োজনে অংশ নেবে। তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত মা গঙ্গা করোনার সংক্রমণ থেকে আমাদেরও রক্ষা করবেন।’
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর