আশুলিয়ায় এক ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

হাওর বার্তা ডেস্কঃ সাভারের আশুলিয়ায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করার দায়ে দুটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এরপর বুলডুজার দিয়ে ভাটা দুটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

গতকাল রবিবার দিনব্যাপী আশুলিয়ার মরাগাং এলাকায় অবস্থিত ওই ইটভাটা দুটিতে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

অভিযান চলাকালে মেসার্স রাজু ব্রিকস নামের একটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানাসহ ভাটার কিছু অংশ ভেঙে দেওয়া হয়। এসময় পার্শ্ববর্তী আলী আশরাফের মালিকানাধীন মেসার্স ডাবল এবি ব্রিকসের মালিকের ভাটায় কাউকে পাওয়া যায়নি বলে জরিমানা করা সম্ভব না হওয়ায় ভাটাটি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। অভিযান পরিচালনার সময় র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর