করোনায় আক্রান্ত জুভেন্টাস তারকা আলেক সান্দ্রো

হাওর বার্তা ডেস্কঃ ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়ন জুভেন্টাস দলের নিয়মিত ফুটবল আলেক সান্দ্রো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে জানা যায়, ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের শরীরে হালকা উপসর্গ দেখা গেছে এবং আইসোলেশনে আছেন তিনি।

লিগে নিজেদের শেষ ম্যাচে উদিনিসের বিপক্ষে রবিবার মাঠে নামে জুভেন্টাস। ওইদিন ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিতও করে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা। জেতা ম্যাচে ৮৩ মিনিট পর্যন্ত মাঠে খেলেন সান্দ্রো।
নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় সান সিরোয় এসি মিলানের মুখোমুখি হবে আন্দ্রেয়া পিরলোর দল। তবে করোনায় আক্রান্ত হওয়ার কারণে এদিন ম্যাচে মাঠে দেখা যাবে না ব্রাজিলিয়ান তারকা আলেক সান্দ্রোকে।

ইতালিয়ান সিরি’আতে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে এসি মিলান। সমপরিমাণ ম্যাচ খেলে ৩৬ পয়েন্টে দুইয়ে রয়েছে ইন্টার মিলান। আর এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে শিরোপাধারী জুভেন্তুস।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর