ডালে ডালে বরই ফুলের বাহার

হাওর বার্তা ডেস্কঃ টক-মিষ্টি স্বাদের ফল বরই। অনেকেই একে ‘কুল’ নামে চেনেন। এখন ফুলে ফুলে ছেয়ে গেছে বরই গাছগুলো। ফুল আসায় বরই গাছের সৌন্দর্য যেন বেড়ে গেছে। আর কিছুদিন পরই ধরবে বরই।

প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে কুল গাছে ফুল আসে। ফল ধরতে ধরতে নভেম্বর-ডিসেম্বর। কাঁচা-পাকা উভয় অবস্থায় বরই খাওয়া যায়। তবে স্বাদে পার্থক্য থাকে। এবার কুলের ফুল নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার। ছবি তুলেছেন রাইজিংবিডির মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল্লাহ হাসান।

যেন সজারুর কাঁটা। বরই গাছের কচি পাতায় পড়েছে ভোরের শিশির

হালকা ঘিয়ে রংয়ের কুল ফুল দেখতে খানিটা নাক ফুলের মতো

ফুলের রাজ্যে পিঁপড়াদের দৌড়াদৌড়ি

সব ফুল থেকে কিন্তু ফল আসে না। ঝরে যায় অনেক ফুল

ফুল থেকে কুল উঁকি দিচ্ছে। আর কয়েকদিন পরই খাওয়া যাবে। তবে কাঁচা কুল খানিকটা টক

অনেক গাছের কুল বেশ বড় হয়ে গেছে
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর