৬ সেকেন্ডে গোল, হয়ে গেল রেকর্ড

হাওর বার্তা ডেস্কঃ অবিশ্বাস্য রেকর্ড করলেন এসি মিলানের ফুটবলার রাফায়েল লিয়াও। মাত্র ৬ সেকেন্ডে গোল করে রেকর্ড করলেন তিনি। ইতালির সিরি এ ফুটবল লিগের ইতিহাসে যা দ্রুততম গোল। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এটি চতুর্থ দ্রুততম গোল।

গতকাল রবিবার (২০ ডিসেম্বর) সাসুলোর বিরুদ্ধে খেলা শুরু হওয়ার ৬.২ সেকেন্ডের মাথায় লিয়াও গোল করেন। কিক অফ হওয়ার সঙ্গে সঙ্গে মিলানের ফুটবলার হাকান কালহানগলু সাসুলোর ডিফেন্স চিরে পাস বাড়ান লিয়াওকে। গোলকিপার আন্দ্রে কনসিগলিকে পরাস্ত করে গোল করেন এই পর্তুগিজ ফুটবলার।

এর আগে সিরি এ লিগে দ্রুততম গোলের রেকর্ড ছিল পিয়াসেনজার পাওলে পোগ্গির। ২০০১ সালে ফিয়োরেন্তিনার বিরুদ্ধে তিনি ৮ সেকেন্ডে গোল করেন। তবে দ্রুততম গোলের বিশ্বরেকর্ডটি মার্ক বারোসের দখলে। ইংল্যান্ডের কাউয়েস স্পোর্টস এফসি-র হয়ে তিনি মাত্র ২ সেকেন্ডে গোল করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর