শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন একজন রোগী ও বিনা চিকিৎসায় মারা যাবে না, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

বিজয় দাস নেত্রকোনাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত একজন রোগী ও এদেশে বিনা চিকিৎসায় মারা যাবে না।নেত্রকোনা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে শহরের মোক্তার পাড়়া সড়কে অবস্থিত স্থানীয় পাবলিক হলে  রোগীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি  এসব কথা বলেন।

অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩৩৭ জন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য এককালীন আর্থিক ১কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান সংক্রান্ত অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রোগীদের মাঝে চেক বিতরণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার প্রমূখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর