অনুশীলনে চোট পেলেন স্মিথ, শঙ্কায় অস্ট্রেলিয়া

হাওর বার্তা ডেস্কঃ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরু থেকেই চোট জর্জর দলে পরিণত হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এরই মধ্যে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন ডেভিড ওয়ার্নার, উইল পুকোভস্কি ও ক্যামেরুন গ্রিন। ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে এবার চোট পেয়েছেন স্টিভ স্মিথ।

বৃহস্পতিবার অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। গোলাপি বলের এই ম্যাচে দলের বড় ভরসার নাম স্মিথ। মঙ্গলবার অনুশীলন চলাকালীন সময়ে নীচু হয়ে বল ধরার সময়ে তার কোমরে টান লাগে। তখনই মাঠ ছাড়েন তিনি।

স্মিথের সর্বশেষ অবস্থা এখনো জানায়নি অস্ট্রেলিয়া। তবে প্রথম টেস্টের আগে এই ব্যাটসম্যান ছিটকে গেলে স্বাগতিকদের জন্য এটা বড়সড় ধাক্কা হয়েই আসবে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অবশ্য স্মিথের চোটকে বড় করে দেখাতে নারাজ। প্রথম ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

এছাড়া চোটের কবলে থাকা ডেভিড ওয়ার্নার ও পুকোভস্কি সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরবেন বলে আশা করছে অজি শিবির। তাদের জায়গায় প্রথম টেস্টে জো বার্নস ও মার্কাস হ্যারিসকে দেখা যেতে পারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর