রোহিঙ্গা সংকটের পরও মিয়ানমারের সঙ্গে সংঘাতে যায়নি বাংলাদেশ: প্রধানমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা অনুপ্রবেশের পরও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ কোনো সংঘাতে যায়নি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: তবে সার্বভৌমত্বের ওপর আঘাত এলে জবাব দেয়ার সক্ষমতা থাকতে হবে।

ববার ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি এসময় দেশপ্রেম ও সততা বজায় রেখে দেশের কল্যাণে কাজ করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান।

পেশাগত দায়িত্ব পালনে আরও দক্ষ করে গড়ে তুলতে ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রশিক্ষণ দিয়ে থাকে। এ বছর সেনা, নৌ ও বিমানবাহিনীসহ পুলিশ, প্রসাশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৫৭ জন প্রশিক্ষণার্থী এবং বন্ধুপ্রতিম ১২ দেশের ২৫জন ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন।

এছাড়াও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেছেন তিন বাহিনীর ৫২ জন কর্মকর্তা।

কোর্স সম্পন্ন হওয়ায় গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গ্র্যাজুয়েটদের হাতে সনদ তুলে দেয়া হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট থাকতে বলেন প্রধানমন্ত্রী।

প্রাকৃতিক দুর্যোগ, কোভিডকালীন সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকা স্মরণ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর