বিদেশি ফল চাষে সাফল্যের হাতছানি

হাওর বার্তা ডেস্কঃ চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এলাকার বাসিন্দা চাষি হেলাল উদ্দিন। নিজস্ব জমিতে সাম্মাম, রকমেলন, মাস্ক মেলনসহ তিন জাতের তরমুজ, মালটা, ড্রাগন ফল, স্ট্রবেরি, ক্যাপসিকামসহ নানা জাতের ফল চাষ করছেন তিনি।

হেলাল উদ্দিন জানান, আড়াই একর জমিতে ২৫ লাখ টাকার মতো বিনিয়োগ করেছেন যা আগামী তিন মাসেই উঠে আসার সম্ভাবনা। প্রথমবারই সাম্মাম, রকমেলন, মাস্ক মেলনের আশাতীত ফলন হয়েছে। এখন বাজারে সরবরাহের প্রস্তুতি নিচ্ছেন। দেশের মানুষকে কিছু উন্নত প্রজাতির বিদেশি ফল খাওয়ানোর আশায় এই উদ্যোগ নিয়েছেন তিনি। খুব শিগগিরই বিক্রি শুরু হবে। বিদেশেও রফতানি করা যাবে বলেও আশা প্রকাশ করেন হেলাল উদ্দিন।

তিনি আরো জানান, ডাকাতিয়া নদীর তীর ঘেঁষা এই খামারে প্রায় ৬০ বছর ধরে তাদের পারিবারিক ইটভাটা ছিল। বছর পাঁচেক আগে ইটভাটা বন্ধ হয়ে যায়। পরে জায়গাটি বালু দিয়ে ভরাট করা হয়। এখানে সর্বাধুনিক সব কৃষিপ্রযুক্তি ব্যবহার করেছেন হেলাল উদ্দিন। তিনি বিষমুক্ত, কীটনাশকমুক্ত অর্গানিক ফল পাইকারি মূল্যে সারা দেশের ক্রেতার হাতে তুলে দিতে চান।

জেলা কৃষি সম্প্রসারণ দফতরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, হেলালের খামারটি হবে এ দেশের একটি মডেল ফল উৎপাদনকারী প্রতিষ্ঠান। যেখানে প্রথমবারের মতো এমন কিছু ফলের চাষ হচ্ছে, যা এত দিন ছিল অকল্পনীয়। ব্যক্তিগতভাবে খামারটি পরিদর্শন করেছি। উদ্যোগ সফল করতে সর্বাত্মক সহায়তা করব।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর