দুর্গাপুরে রেকর্ডকৃত জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উওোলন প্রতিবাদে মানববন্ধন

বিজয় দাস নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে ৩ নং ঘাটের ইজারাদারের  বিরুদ্ধে  মানববন্ধন করেছে কেরনখলা গ্রামের ভুক্তভোগীরা।  শনিবার দুপুরে কেরনখলা গ্রামের শত শত নারী-পুরুষ এই মানববন্ধন করে। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে এক গণস্বাক্ষর লিপি জমা দেন।
 মানববন্ধনে বক্তারা বলেন,  ইজারাদাররা তাদের রেকর্ডকৃত জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উওোলন করছে।  এর কারনে তাদের ফসলি জমি নষ্ট হচ্ছে। শত শত গাছপালা নদী গর্ভে চলে যাচ্ছে। এই সব ড্রেজারের শব্দে এলাকাবাসী রাতে ঘুমাতে পারে না পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশুনার বিঘ্ন ঘটে।
এইভাবে বালু উওোলন করলে তাদের জমিজমা নদীগর্ভে চলে যাবে এমন আতস্কে দিন পার করছে এলাকাবাসীর ভুক্তভোগীগন।
এ বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষর সম্মিলিত   লিখিত দরখাস্ত জমা দেন এবং স্থানীয় প্রেসক্লাবে অনুলিপি দেন। শনিবার মানববন্ধন চলাকালে দুই পক্ষের উওেজকর পরিস্থিতির মধ্যে এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে জমির কাগজপত্র দেখাতে বলে এলাকাবাসীকে।
এই অবস্থায় বর্তমানে এলাকায় দুইপক্ষের মধ্যে  উওেজনা বিরাজ করছে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরী।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর