ভাসানচরের পথে রোহিঙ্গাদের বিশাল বহর

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছে রোহিঙ্গাদের বিশাল বহর।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উখিয়ার অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে ১০টি বাসে করে রওনা হন রোহিঙ্গারা।

কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরকালীন নিরাপত্তার দায়িত্ব পালন করছে র‍্যাব-৭ ও র‍্যাব-১৫।

সূত্র জানিয়েছে, নির্যাতন ও হত্যার মুখে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়ার প্রথম দফায় উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে ১০০ রোহিঙ্গা পরিবার ১০টি বাসে করে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছে।

সূত্র আরো জানায়, স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে উখিয়া ক্যাম্প থেকে ১০০ রোহিঙ্গা পরিবারকে চট্টগ্রামের পতেঙ্গায় নেয়া হচ্ছে। সেখান থেকে শুক্রবার তাদের ভাসানচরে নেয়ার কথা রয়েছে।

এদিকে, প্রথম দফায় প্রায় ৬০০ রোহিঙ্গা পরিবারকে ভাসানচরে নেয়া হবে বলে জানা গেছে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের কক্সবাজার থেকে করোনা পরীক্ষা করিয়ে বাসে করে চট্টগ্রামের পতেঙ্গায় আনা হবে। সেখান থেকে জাহাজে করেই ভাসানচরে যাবেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর