৭ কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ

হাওর বার্তা ডেস্কঃ ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। প্রত্যেকে দুই ডোজ করে এই ভ্যাকসিন পাবে। আগামী ২০২১ সালের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের মা, শিশু ও কৈশোর স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক এ তথ্য জানান।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই একই প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, গ্যাভি কোভ্যাক্স থেকে ৬৮ মিলিয়ন বা ৬ কোটি ৮০ লাখ করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মোট জনসংখ্যার শতকরা ২০ শতাংশ হারে প্রায় ১৩ কোটি মানুষ ভ্যাকসিন পাবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর